Type Here to Get Search Results !

দূরের কাঁচে তুমি.... বাংলাদেশ থেকে মনদীপ ঘরাই এর কবিতা

দূরের কাঁচে তুমি....

আমার টুথব্রাশের আজ মন খারাপ। ওর জোড়া ভেঙে তোমার ব্রাশটা যে নিয়ে গেছ সাথে। চিরুনিতে জড়ানো তোমার একটা চুল; মন খারাপে জড়িয়ে নিয়েছে আমাকেও। কফির মগ দুটো অলস বসে আছে; ধোঁয়াহীন, ছোঁয়াহীন। মানিব্যাগ,ঘড়ি,মুজো তো খুঁজে পেতামই না; কখনো না। এখন ওসবের সাথে ঘরময় তোমাকেও খুঁজে চলছি। টিভির রিমোট, ফ্রিজের ডোর, আলমারির চাবি, কিংবা ক্যাপছাড়া পেস্টের টিউবেও মিশে আছো -তুমি। জানালার গ্রিলে মেখে আছে, আমার জন্য তোমার দিনভর অপেক্ষা। এবার আমার পালা। দিন গুনছি তোমার ফেরার। জানি অনেক অনেক দূরে বসে মাসব্যাপী শিখবে -দাপ্তরিক আঁকিবুঁকি। তারপরেও বলি- ফ্যানটা অন করে, আলোটা নিভিয়ে বসবে আমার পাশে? নতুন একটা ওয়েব সিরিজ এসেছে... চলো দুজনে দেখি।


-- মনদীপ ঘরাই, বাংলাদেশ

৯ই ফেব্রুয়ারি ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.