দূরের কাঁচে তুমি....
আমার টুথব্রাশের আজ মন খারাপ। ওর জোড়া ভেঙে তোমার ব্রাশটা যে নিয়ে গেছ সাথে। চিরুনিতে জড়ানো তোমার একটা চুল; মন খারাপে জড়িয়ে নিয়েছে আমাকেও। কফির মগ দুটো অলস বসে আছে; ধোঁয়াহীন, ছোঁয়াহীন। মানিব্যাগ,ঘড়ি,মুজো তো খুঁজে পেতামই না; কখনো না। এখন ওসবের সাথে ঘরময় তোমাকেও খুঁজে চলছি। টিভির রিমোট, ফ্রিজের ডোর, আলমারির চাবি, কিংবা ক্যাপছাড়া পেস্টের টিউবেও মিশে আছো -তুমি। জানালার গ্রিলে মেখে আছে, আমার জন্য তোমার দিনভর অপেক্ষা। এবার আমার পালা। দিন গুনছি তোমার ফেরার। জানি অনেক অনেক দূরে বসে মাসব্যাপী শিখবে -দাপ্তরিক আঁকিবুঁকি। তারপরেও বলি- ফ্যানটা অন করে, আলোটা নিভিয়ে বসবে আমার পাশে? নতুন একটা ওয়েব সিরিজ এসেছে... চলো দুজনে দেখি।
-- মনদীপ ঘরাই, বাংলাদেশ
৯ই ফেব্রুয়ারি ২০২০
আমার টুথব্রাশের আজ মন খারাপ। ওর জোড়া ভেঙে তোমার ব্রাশটা যে নিয়ে গেছ সাথে। চিরুনিতে জড়ানো তোমার একটা চুল; মন খারাপে জড়িয়ে নিয়েছে আমাকেও। কফির মগ দুটো অলস বসে আছে; ধোঁয়াহীন, ছোঁয়াহীন। মানিব্যাগ,ঘড়ি,মুজো তো খুঁজে পেতামই না; কখনো না। এখন ওসবের সাথে ঘরময় তোমাকেও খুঁজে চলছি। টিভির রিমোট, ফ্রিজের ডোর, আলমারির চাবি, কিংবা ক্যাপছাড়া পেস্টের টিউবেও মিশে আছো -তুমি। জানালার গ্রিলে মেখে আছে, আমার জন্য তোমার দিনভর অপেক্ষা। এবার আমার পালা। দিন গুনছি তোমার ফেরার। জানি অনেক অনেক দূরে বসে মাসব্যাপী শিখবে -দাপ্তরিক আঁকিবুঁকি। তারপরেও বলি- ফ্যানটা অন করে, আলোটা নিভিয়ে বসবে আমার পাশে? নতুন একটা ওয়েব সিরিজ এসেছে... চলো দুজনে দেখি।
-- মনদীপ ঘরাই, বাংলাদেশ
৯ই ফেব্রুয়ারি ২০২০