Type Here to Get Search Results !

মোদীর সফর সূচি চুড়ান্ত করতে ঢাকা যাচ্ছেন শ্রিংলা

আবু আলী, ঢাকা ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সামনে রেখে ঢাকায় যাচ্ছেন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শিংলা। আগামী ১ মার্চ তিনি দুইদিনের সফরে ঢাকায় যাবেন। এ সফরে নরেন্দ্র মোদীর ঢাকা সফর সূচি চূড়ান্ত করা হবে বলে সূত্র জানিয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ওই সফর চূড়ান্ত করতে এর আগেই ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব শ্র্রিংলা। তিনি ১ মার্চ ঢাকা পৌঁছাবেন, পরদিন অর্থাৎ ২ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য বৈঠক করবেন তিনি। একই দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন শ্রিংলা। ঢাকা সফরে ২ মার্চ ‘বাংলাদেশ ও ভারত: একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারেও যোগ দেবেন ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ কূটনীতিক। বাংলাদেশে দায়িত্ব পালনের পর তিনি গতবছরের জানুয়ারিতে রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের ভারত দূতাবাসে যোগ দেন। এরপর তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার। পররাষ্ট্র সচিব হিসেবে প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই কূটনীতিক।

২৬শে ফেব্রুয়ারি ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.