আবু আলী, ঢাকা ॥
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর নিয়ে নানা আলোচনার মধ্যেই তার সফরসূচী ঠিক করতে আগামীকাল ২ মার্চ ঢাকায় যাচ্ছেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। ২ মার্চ সোমবার সকাল ৮টায় শ্রিংলার ঢাকায় পৌছানোর কথা রয়েছে। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালনকারী শ্রিংলা তার আগে বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন। ঢাকায় সচিব হিসাবে এটা তার প্রথম সফর হওয়ায় দ্বিপাক্ষীক সম্পর্ক এবং সম-সাময়িক বিষয়াদি নিয়ে আলোচনা হবে।
আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরব্যাপী আয়োজনের উদ্বোধনীতে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাম্প্রতিক দিল্লিতে সাম্প্রতিক দাঙ্গা এবং মুসলিমদের ওপর আক্রমণের ঘটনায় মোদির আমন্ত্রণ প্রত্যাহারে বিভিন্ন সংগঠন দাবী জানিয়ে আসছে। কিন্তু গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, নরেন্দ্র মোদি আমাদের অতিথি। উনি আসবেন এবং আমরা তাকে আথিয়েতা দিবো। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা দিল্লীর পরিস্থিতির উপর নজর রাখছি।
সূত্র জানায়, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা সফরকালে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনেরও সঙ্গেও বৈঠক করবেন তিনি। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে শ্রিংলার। আজ রাজধানীতে ‘বাংলাদেশ:ভারত একটি প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যৎ’-শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন শ্রীংলা। কাল ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। ঢাকা সফরকালে দু’দেশের মধ্যে কানেকটিভিটি নিয়ে দু’টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
১লা মার্চ ২০২০