Type Here to Get Search Results !

শুক্লা পঞ্চমীর লেখা গান গাইলেন রবি চৌধুরী -- ডি কে সৈকত, ঢাকা

ডি কে সৈকত, ঢাকা ব্যুরো অফিস: অবশেষে মুক্তি পেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বহুল আলোচিত ‘বাংলার শিরোনাম’ গান। গানটি গেয়েছেন প্রখ্যাত গায়ক রবি চৌধুরী। সুর করেছেন তরুণ সুরকার মুরাদ নূর। গানটি বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে লিখেছেন কবি শুক্লা পঞ্চমী। ‘বাংলার শিরোনাম’ নামে গানটির অডিও স্পন্সর করেছে ইগলু। এ বিষয়ে শিল্পী রবি চৌধুরী বলেন, এমন গান তিনি বারবার গাইতে চান। গানটির লেখক ও সত্ত্বাধিকারী কবি শুক্লা পঞ্চমী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার করেছেন। এ প্রসঙ্গে কবি শুক্লা পঞ্চমী বলেন, গানটি আমার ‘বঙ্গবন্ধু অযুত প্রাণের নাম’ দ্বিভাষার কাব্যগ্রন্থ থেকে নেয়া। বইটিতে আমার লেখা শত কবিতা রয়েছে। যেটি দুইজন স্বনামধন্য অনুবাদক কৌশিক ব্যানার্জি ও অশোক কর ভাষান্তর করেছেন। বইটির ফ্লেপে দেয়া কবিতাটি গান হতে পারে প্রথম থেকেই মনে মনে ভেবেছিলাম। বঙ্গবন্ধুকে নিয়ে গান, এটা সাধারণ বিষয় নয়। গানটির কথা, সুর এবং গায়কী একে অন্যের পরিপূরক হতে হবে। ভেবেছি, নিজে নিজেই হোম ওয়ার্কও করেছি । আর স্পন্সর এর একটা বিষয় ছিল। ইগলুর কাছে প্রস্তাব দেয়ার পর তারা খতিয়ে দেখল এবং গানটিকে স্পন্সর দিতে আগ্রহী হলো। বিশেষ ধন্যবাদ জানাই ইগলুর সিইও কামরুল হাসানকে। গানটির লিরিকাল ভিডিও করা হয়েছে। আশা রাখছি গানটি সবার ভালো লাগবে। আমি অনেক ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে। যারা প্রচার প্রচারণা বা সাবস্ক্রাইব করে আমার সাথে সহযোগী হয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা যাবেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।

১৪ই মার্চ ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.