আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্পর্শের চেতনা' ... বাংলাদেশ থেকে কবি ইসরাত জাহানের কবিতা

    আরশি কথা
    স্পর্শের চেতনা"

    স্পর্শকে বলি তুমুল ভ্রমণ!
    স্পর্শ করি বিন্দু বিন্দু জমজ;
    বস্তুগত শরীর স্পর্শ ছাড়াও
    চেতনার স্পর্শ আরও মোহনীয়!

    নৈকট্য ছাড়াই ঘুরে আসা যায় জ্যামিতিক শরীর;
    সমুদ্রের এপার থেকে পাই হুবহু বহুবর্নিল ঘ্রাণ!

    বরফকুচি সরিয়ে দেই তোমার ভ্রযুগল থেকে
    যা কুড়িয়েছিলে তুমি ভাসমান মেঘ হতে।
    সংলগ্ন থেকে যদি ছুঁয়ে যাই মাছি-মৌমাছি নয়
    পথের পারাপার শেষে বেঁচে থাকে বিস্ময়;
    কেনো ইহলোকে মৌমাছি হয়ে আসি!

    এক ঝাঁক ইঁদুর দৌড়ে আসে এবং
    এক টুকরো পুরানো স্মৃতি কাটতে থাকে দাঁতে;
    দ্বিগুণ পরিপক্ব, শতছিদ্র প্রকৃত পনিরের মতো!

    বৃত্তহীন অন্ধকারের বিপরীতে ব্যাসার্ধের আধখানা কোমল মুখ মাপতে পারি আদিম কাদার শ্লেটে।



    --  ইসরাত জাহান, বাংলাদেশ

    ১৫ই মার্চ ২০২০


    3/related/default