স্পর্শের চেতনা"
স্পর্শকে বলি তুমুল ভ্রমণ!
স্পর্শ করি বিন্দু বিন্দু জমজ;
বস্তুগত শরীর স্পর্শ ছাড়াও
চেতনার স্পর্শ আরও মোহনীয়!
নৈকট্য ছাড়াই ঘুরে আসা যায় জ্যামিতিক শরীর;
সমুদ্রের এপার থেকে পাই হুবহু বহুবর্নিল ঘ্রাণ!
বরফকুচি সরিয়ে দেই তোমার ভ্রযুগল থেকে
যা কুড়িয়েছিলে তুমি ভাসমান মেঘ হতে।
সংলগ্ন থেকে যদি ছুঁয়ে যাই মাছি-মৌমাছি নয়
পথের পারাপার শেষে বেঁচে থাকে বিস্ময়;
কেনো ইহলোকে মৌমাছি হয়ে আসি!
এক ঝাঁক ইঁদুর দৌড়ে আসে এবং
এক টুকরো পুরানো স্মৃতি কাটতে থাকে দাঁতে;
দ্বিগুণ পরিপক্ব, শতছিদ্র প্রকৃত পনিরের মতো!
বৃত্তহীন অন্ধকারের বিপরীতে ব্যাসার্ধের আধখানা কোমল মুখ মাপতে পারি আদিম কাদার শ্লেটে।
-- ইসরাত জাহান, বাংলাদেশ
১৫ই মার্চ ২০২০
স্পর্শকে বলি তুমুল ভ্রমণ!
স্পর্শ করি বিন্দু বিন্দু জমজ;
বস্তুগত শরীর স্পর্শ ছাড়াও
চেতনার স্পর্শ আরও মোহনীয়!
নৈকট্য ছাড়াই ঘুরে আসা যায় জ্যামিতিক শরীর;
সমুদ্রের এপার থেকে পাই হুবহু বহুবর্নিল ঘ্রাণ!
বরফকুচি সরিয়ে দেই তোমার ভ্রযুগল থেকে
যা কুড়িয়েছিলে তুমি ভাসমান মেঘ হতে।
সংলগ্ন থেকে যদি ছুঁয়ে যাই মাছি-মৌমাছি নয়
পথের পারাপার শেষে বেঁচে থাকে বিস্ময়;
কেনো ইহলোকে মৌমাছি হয়ে আসি!
এক ঝাঁক ইঁদুর দৌড়ে আসে এবং
এক টুকরো পুরানো স্মৃতি কাটতে থাকে দাঁতে;
দ্বিগুণ পরিপক্ব, শতছিদ্র প্রকৃত পনিরের মতো!
বৃত্তহীন অন্ধকারের বিপরীতে ব্যাসার্ধের আধখানা কোমল মুখ মাপতে পারি আদিম কাদার শ্লেটে।
-- ইসরাত জাহান, বাংলাদেশ
১৫ই মার্চ ২০২০