নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
ফাল্গুন প্রায় শেষের পথে।অর্থাৎ ভরা বসন্তকাল।আর ঠিক এই সময়েই বসন্তোৎসব।৩০শে ফাল্গুন সন্ধ্যায় রঙে রঙ্গে বসন্ত উৎসব উদযাপন করলো রাজধানীর মঠ চৌমুহনী এলাকার বনেদি ফ্লাওয়ার্স ক্লাব।
শিল্পীদের পরিবেশনা এই অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।একদিকে রাধাকৃষ্ণের চিত্রাঙ্কন অন্যদিকে কখনো একক কখনো সমবেত সংগীত ও নৃত্যের পরিবেশনা যেন মন্ত্রমুগ্ধ করে তোলে দর্শক শ্রোতাদের।
এদিন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য,বিজেপি সদর জেলা (আরবান) এর সভাপতি ডঃ অলক ভট্টাচার্য,৯নং বনমালিপুর এর মন্ডল সভাপতি দীপক কর,সদর জেলা সদস্য সুশান্ত সুত্রধর প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব এবং ক্লাব কর্মকর্তা সহ সদস্য সদস্যারা।অনুষ্ঠানে খেয়াতরীর সহযোগিতায় রঙে রঙে বসন্ত উৎসবে শিল্পীদের এক একটি পরিবেশনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
মঞ্চে উপস্থিত অতিথিগণ এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।এদিন উৎসাহী দর্শকদের ভীড়ে গোটা ক্লাব প্রাঙ্গনই ছিলো কানায় কানায় পূর্ণ।
ছবিঋণঃ সন্দীপ সাহা
১৪ই মার্চ ২০২০
ফাল্গুন প্রায় শেষের পথে।অর্থাৎ ভরা বসন্তকাল।আর ঠিক এই সময়েই বসন্তোৎসব।৩০শে ফাল্গুন সন্ধ্যায় রঙে রঙ্গে বসন্ত উৎসব উদযাপন করলো রাজধানীর মঠ চৌমুহনী এলাকার বনেদি ফ্লাওয়ার্স ক্লাব।
শিল্পীদের পরিবেশনা এই অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।একদিকে রাধাকৃষ্ণের চিত্রাঙ্কন অন্যদিকে কখনো একক কখনো সমবেত সংগীত ও নৃত্যের পরিবেশনা যেন মন্ত্রমুগ্ধ করে তোলে দর্শক শ্রোতাদের।
এদিন অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য,বিজেপি সদর জেলা (আরবান) এর সভাপতি ডঃ অলক ভট্টাচার্য,৯নং বনমালিপুর এর মন্ডল সভাপতি দীপক কর,সদর জেলা সদস্য সুশান্ত সুত্রধর প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব এবং ক্লাব কর্মকর্তা সহ সদস্য সদস্যারা।অনুষ্ঠানে খেয়াতরীর সহযোগিতায় রঙে রঙে বসন্ত উৎসবে শিল্পীদের এক একটি পরিবেশনা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
মঞ্চে উপস্থিত অতিথিগণ এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য ক্লাব কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।এদিন উৎসাহী দর্শকদের ভীড়ে গোটা ক্লাব প্রাঙ্গনই ছিলো কানায় কানায় পূর্ণ।
ছবিঋণঃ সন্দীপ সাহা
১৪ই মার্চ ২০২০