আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ক্রমিক ছন্দে......আগরতলা থেকে স্বপ্না ভট্টাচার্য এর কবিতা

    আরশি কথা
    ক্রমিক ছন্দে......

    বন্ধুর পথে হেঁটেছি অনেক
    হেঁটেছি কত বিস্মরণ-কাল
    ছিঁড়েছি মিথ্যার মোহ-জাল।
    দেখেছি মৃত্যুর ক্রমিক ছন্দে
    অগনিত শব।

    ছিন্ন ফুলের বিগত বৈভব।
    ভাঙা হাঁটের বেসাতিতে
    আমরা মানুষ-পসরা
    শুনেছি অনর্থের ইতিহাস।
    বে-আব্রু হাঁড়ি বাসনে
    ক্রন্দসী ফুটপাত 
    গেঁথে গেছে অর্থের মিনারে 
    দলিত দীর্ঘশ্বাস।
    রাত হাটে নিঃসঙ্গ পায়
    হাটে প্রহর, নিশাচর
    চেতনার তমসায়।

    তবুও কখন
    আকাশ মন্দাকিনী
    সবুজের ছাঁচে 
    বালিয়াড়ি মুছে যায়।
    নক্ষত্র তবুও
    কালো মেঘ ঝঞ্ঝায় 
    আকাশ সাজায়।।


    -- স্বপ্না ভট্টাচার্য,আগরতলা

    হবিঃ সৌজন্যে ইন্টারনেট 
    ১লা মার্চ ২০২০
    3/related/default