Type Here to Get Search Results !

সংকট মোচনে স্বর্ণ শিল্পীদের পাশে দাঁড়ালো ত্রিপুরা জুয়েলার্স অ্যাসোসিয়েশন


নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
করোনা সংক্রমণ রোধে চলছে লক ডাউন।এই লক ডাউনের মধ্যে গরীব দুঃস্থদের যেন কোনও রকম খাদ্যের সংকট না হয় তার জন্য এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন বা সংস্থা।ত্রিপুরা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার(১১ এপ্রিল) স্বর্ণ শিল্পীদের ১২০০ টাকা করে প্রদান করা হয়।
 এর আগেও দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করেছিলো এই সংগঠন।লক ডাউনের দরুন বন্ধ জুয়েলারির দোকান।তাই কাজ নেই স্বর্ণ শিল্পীদেরও।তাই তাদের যেন আর্থিক অনটনে পড়তে না হয় কিংবা খাদ্যের সংকট না হয় সেই জন্যই এই উদ্যোগ বলে জানান সংগঠনের কার্যকর্তারা।তারা আরও জানান যে যারা লক ডাউনের ফলে আসতে পারবেন না তাদের ব্যাংক একাউন্টের মাধ্যমে এই অনুদান পৌঁছে দেওয়া হবে। 

এদিন এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এস রায় বর্মণ এবং গোপাল নাগ,জয়েন্ট সেক্রেটারি সুমন বনিক সহ মেম্বারস বিপ্লব দেব ও বিশ্বজিৎ বনিক।আগামীদিনেও নানা পদক্ষেপে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে বলে এদিন সংগঠনের তরফ থেকে জানানো হয়।

ছবিঃ সুমিত কুমার সিংহ
১১ই এপ্রিল ২০২০  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.