বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
আজকের মানব সভ্যতা মহামারী করোনা দ্বারা গভীর সংকটমুখী।এই জটিল ও বিপর্যস্ত পরিস্থিতিকে সামাল দিতে গোটা বিশ্বের পাশাপাশি ভারতবর্ষেও চলছে লক ডাউন প্রক্রিয়া।স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন।ঘরবন্দি কর্মজীবীরা।মারণ ভাইরাস থেকে প্রাণ বাঁচাতে দিনরাত উদ্বিগ্ন সবাই।রাজ্যেও চলছে লক ডাউন।স্কুল,কলেজ থেকে শুরু করে বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় দৈনিক খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে।তাই সেইসব গরীব ও দুঃস্থ মানুষেরা যাতে খাদ্য সংকটে না পড়েন সেইজন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নানা সরকারি বেসরকারি সংগঠন এমনকি ব্যক্তিগত উদ্যোগও।
বর্তমানে এই পরিস্থিতিতে সমাজের বিভিন্ন স্তরে ত্রাণ সামগ্রী প্রদান থেকে শুরু করে নানা পরিষেবামূলক কর্মকান্ডে মানবিকতার এক উদাহরণে নিজেকে পরিচিত করে চলেছেন সদর জেলা সভাপতি (প্রদেশ বিজেপি) অধ্যাপক ডঃ অলক ভট্টাচার্য। " মানুষ মানুষের জন্য - ধনীর সম্পদ তার নিজের নয় " এই উল্লেখযোগ্য আবেদন নিয়ে সকাল থেকে বিকেল এবং সন্ধ্যা থেকে রাত তিনি ছুটে চলেছেন আর্তের সেবায়।ধনীর সঞ্চিত সম্পদ সবটাই তার নিজের সৃষ্ট নয় -- পরিশ্রমী মানুষের ফসল।আর সেই ফসলের একটা বড় অংশ ভাগ করে দেওয়াই একজন প্রকৃত ধনীর পরিচয়।এই বার্তা বহন করে প্রান্তিক মানুষদের সাহায্যার্থে সদর শহরাঞ্চলের প্রতিটি বুথে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছেন ডঃ অলক ভট্টাচার্য।
লক ডাউন চলাকালীন বিপন্ন পরিবারের মানুষদের দুবেলা দুমুঠো খাবার যোগানের লক্ষ্যে তার নানা কর্মকান্ড আগামীদিনে নতুন প্রজন্মকে নিঃসন্দেহে প্রেরণা যোগাবে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল।
তথ্য ও ছবিঋণঃ সন্দীপ সাহা
১২ই এপ্রিল ২০২০
আজকের মানব সভ্যতা মহামারী করোনা দ্বারা গভীর সংকটমুখী।এই জটিল ও বিপর্যস্ত পরিস্থিতিকে সামাল দিতে গোটা বিশ্বের পাশাপাশি ভারতবর্ষেও চলছে লক ডাউন প্রক্রিয়া।স্তব্ধ হয়ে পড়েছে জনজীবন।ঘরবন্দি কর্মজীবীরা।মারণ ভাইরাস থেকে প্রাণ বাঁচাতে দিনরাত উদ্বিগ্ন সবাই।রাজ্যেও চলছে লক ডাউন।স্কুল,কলেজ থেকে শুরু করে বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকায় দৈনিক খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে।তাই সেইসব গরীব ও দুঃস্থ মানুষেরা যাতে খাদ্য সংকটে না পড়েন সেইজন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নানা সরকারি বেসরকারি সংগঠন এমনকি ব্যক্তিগত উদ্যোগও।
তথ্য ও ছবিঋণঃ সন্দীপ সাহা
১২ই এপ্রিল ২০২০