আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনাভাইরাসে বাংলাদেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ১৬০২, মৃত্যু ২১

    আরশি কথা
    আবু আলী, ঢাকা ।। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৬০২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ২১ জন। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু। ১৮ মে সোমবার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৬০২ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন। মারা গেছেন আরও ২১ জন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও চার জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে ও দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৪৯ জন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

    ১৮ই মে ২০২০
    3/related/default