Type Here to Get Search Results !

করোনাভাইরাসে বাংলাদেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ১৬০২, মৃত্যু ২১

আবু আলী, ঢাকা ।। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ৬০২ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ২১ জন। এটিই এখন পর্যন্ত দেশে এক দিনে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু। ১৮ মে সোমবার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৬০২ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৮৭০ জন। মারা গেছেন আরও ২১ জন। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও চার জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, আট জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে ও দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৪৯ জন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

১৮ই মে ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.