আবু আলী, ঢাকা ।।
বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ রপ্তানিমূখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ২০ মে বুধবার থেকে আগামী ২৯ মে পর্যন্ত টানা ১০ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির জন্য এই ১০ দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। ফলে দীর্ঘ টানা ১০ দিন বন্ধের ফাঁদে পড়েছে আখাউড়া স্থলবন্দর।
তবে এসময়ে দু'দেশের উল্ল্যেখিত যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।
আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহাম্মদ খলিফা এ তথ্য নিশ্চিত করেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে ১০ দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে অবহিত করা হয়েছে। আগামী ৩০ মে এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালু হবে।
ছবিঋণঃ বাংলা নিউজ
২০শে মে ২০২০
ছবিঋণঃ বাংলা নিউজ
২০শে মে ২০২০