Type Here to Get Search Results !

বাংলাদেশে একদিনে প্রায় ১৮শ রোগী শনাক্ত, মৃত্যুও সর্বাধিক

আবু আলী, ঢাকা ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪০৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে। ২১ মে বৃহস্পতিবার মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৬০৩ জন। তিনি বলেন, ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১০ হাজার ১৭৪ জনের। গত ২৪ ঘণ্টায় আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ২৬২ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ১১৪ জনের।

২১শে মে ২০২০