Type Here to Get Search Results !

বাংলাদেশে করোনায় সনাক্ত ও মৃত্যু উভয়ই বাড়ছে

আবু আলী, ঢাকা।। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু উভয়ই বাড়ছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন। আর মারা গেছেন ৬৭৩ জন। তবে দেশটিতে যখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে ঠিক সেই সময় লকডাউন শিথিল করে অফিস আদালত, পরিবহণ এবং মার্কেট খুলে দেওয়া হয়েছে। ফলে এ নিয়ে মিশ্রণ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আমার অসমকে বলেন, জীবন ও জীবিকার দ্বন্দ্বের সমন্বয় করতে গিয়ে সরকার জীবিকাকে প্রাধান্য দিয়েছে। দেশে যখন করোনায় আক্রান্ত ও মৃত্যু উভয়ই বাড়ছে ঠিক সেই সময় লকডাউন প্রত্যাহার করা বিতর্কিত। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৩৮১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৩৪ জনে দাঁড়াল। একই সময়ে মারা গেছেন আরও ২২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৭২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি ল্যাবে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৩৮১ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৫৩৪ জন। মারা গেছেন আরও ২২ জন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও তিন জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, আট জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, চার জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে ও দুই জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৬৭২ জন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮১৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত তিন লাখ ২০ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জানা গেছে, বাংলাদে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৩৯ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৬ শতাংশ। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

১লা জুন ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.