Type Here to Get Search Results !

বাংলাদেশে একদিনে মৃত্যু সর্বোচ্চ ৫৩, শনাক্তও সর্বোচ্চ ৩৮৬২

আবু আলী, ঢাকা ।। কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৫৩ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ ৩ হাজার ৮৬২ জন। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন এক হাজার ২৬২ জন। একই সময়ে আক্রান্ত আরও তিন হাজার ৮৬২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৪৮১ জনে দাঁড়াল। এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। ১৬ জুন মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৬১টি ল্যাবে ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিন হাজার ৮৬২ জন শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন। মারা গেছেন আরও ৫৩ জন। তাদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ছয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, তিন জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, আট জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে ও একজনের বয়স ৮১-৯০ বছরের মধ্যে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৬২ জন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, দেশে মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় আইইডিসিআর। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

১৬ই জুন ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.