আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শহীদ জওয়ানদেরকে শ্রদ্ধাঞ্জলি কংগ্রেসের

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    পূর্ব ঘোষণা অনুযায়ী লাদাখে দেশের বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলো প্রদেশ কংগ্রেস।শুক্রবার(২৬ জুন) রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচী পালন করা হয়।এর নাম দেওয়া হয় " শহীদো কো সেলাম দিবস"।সারা দেশেই কংগ্রেস এই দিনটি পালন করে।
    আগরতলায় সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এই অনুষ্ঠানে ছিলেন পিসিসি সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস।

    উপস্থিত সবাই শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হয়।পিসিসি সভাপতি বলেন,প্রতিরক্ষা মন্ত্রক বলছে চিনের ফৌজ ভারতের সীমান্ত অতিক্রম করেছে।প্রধানমন্ত্রী বলেছেন,চিন ভারতের সীমানা অতিক্রম করেনি।তাই প্রধানমন্ত্রী জেন এবিষয়ে স্পষ্টীকরণ দেন।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ২৬শে ২০২০
    3/related/default