আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত 'ডক্টরস ডে'

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত হলো ডক্টরস ডে।মূল অনুষ্ঠান হয় নজরুল কলাক্ষেত্রে।স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

    বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যে চিকিৎসা পরিষেবার উন্নয়ন হয়েছে বলে দাবি করেন।মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন,গত দুই বছরে রাজ্যে শিশু মৃত্যুর হার কমেছে।গর্ভবতী মহিলার মৃত্যুর হারও কমেছে।ত্রিপুরার রোগীদের চিকিৎসার জন্য বহিরাজ্যে যাওয়ার প্রবণতা ৩০ শতাংশ কমেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।আর তা সম্ভব হয়েছে ডাক্তারদের কারণেই।চিকিৎসা পরিষেবার উন্নয়নে বর্তমান রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেই তথ্যও তুলে ধরেন তিনি।
    চিকিৎসা পরিষেবা ছাড়াও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের জন্য রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেই তথ্যও সংক্ষেপে তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক,বিধায়ক ডাঃ দিলীপ দাস,ত্রিপুরা মেডিক্যাল কলেজের দন্ত বিভাগের প্রধান ডাঃ মানিক সাহা সহ অন্যান্যরা।


    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ১লা জুলাই ২০২০
    3/related/default