আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    করোনা পরিস্থিতি জানতে শেখ হাসিনাকে ইমরান খানের ফোন

    আরশি কথা
    আবু আলী, ঢাকা, আরশিকথা ॥ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফোন করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী ২২ জুলাই বুধবার দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং তার সরকার কিভাবে এই প্রাণঘাতী রোগটি মোকাবিলা করছে সে বিষয়ে জানতে চান।’ তিনি বলেন, দুই নেতার মধ্যে ১৫ মিনিটের ফোনালাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী করোনা রোগীদের চিকিৎসায় তার সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং রোগটির চিকিৎসার ব্যাপারে বিস্তারিত বর্ণনা করেন। করিম বলেন, এ সময় ইমরান খান বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনা সে সম্পর্কেও তাকে জানান। তিনি আরও বলেন, আলোচনার শুরুতে দুই নেতা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।

    ২২শে জুলাই ২০২০
    3/related/default