নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
বহু স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবনের আম্রকুঞ্জের মৃতপ্রায় শেষ চিহ্নটুকুকে বিদায় দিয়ে তার জায়গায় লাগানো হলো একটি নতুন আম গাছ।বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান রবীন্দ্র ভবনের দায়িত্বে থাকা তথ্য সংস্কৃতি দপ্তরের চেয়ারম্যান কমল দে।তিনি বলেন, বিশেষজ্ঞরা জানিয়েছেন গাছটিতে পচন ধরে গিয়েছে।এটি রক্ষা করা যাবে না।তাই শেষ পর্যন্ত পুরনো গাছটি তুলে ফেলা হয়।
ডুকলি ব্লকের সঙ্গে যোগাযোগ করে একটি নতুন আম গাছ এনে সেখানে লাগানো হয়।আগামী কয়েক বছরের মধ্যেই এটি ফুলে ফলে ভরে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।নতুন গাছটিকে সযত্নে বড় করা হবে বলেও জানান তিনি।
ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা
২৫শে জুলাই ২০২০
বহু স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবনের আম্রকুঞ্জের মৃতপ্রায় শেষ চিহ্নটুকুকে বিদায় দিয়ে তার জায়গায় লাগানো হলো একটি নতুন আম গাছ।বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান রবীন্দ্র ভবনের দায়িত্বে থাকা তথ্য সংস্কৃতি দপ্তরের চেয়ারম্যান কমল দে।তিনি বলেন, বিশেষজ্ঞরা জানিয়েছেন গাছটিতে পচন ধরে গিয়েছে।এটি রক্ষা করা যাবে না।তাই শেষ পর্যন্ত পুরনো গাছটি তুলে ফেলা হয়।
ডুকলি ব্লকের সঙ্গে যোগাযোগ করে একটি নতুন আম গাছ এনে সেখানে লাগানো হয়।আগামী কয়েক বছরের মধ্যেই এটি ফুলে ফলে ভরে উঠবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।নতুন গাছটিকে সযত্নে বড় করা হবে বলেও জানান তিনি।
ছবিঃ সুমিত কুমার সিংহ
আরশিকথা
২৫শে জুলাই ২০২০