Type Here to Get Search Results !

সুজনের জন্মদিনে আইসিসি’র শুভেচ্ছাঃ বাংলাদেশ

আবু আলী,ঢাকা,আরশিকথা ॥ ২৬ জুলাই বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজনের ৪৯তম জন্মদিন। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ের অন্যতম নায়ক তিনি। তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসি। শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে- ১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে বড় অবদান রেখেছিলেন তিনি। যা বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পেছনেও বড় অবদান রাখে। খালেদ মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে থাকা সুজন খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০০৬ সালে। ছিলেন অধিনায়কও। অবসরের আগে বাংলাদেশের জার্সিতে ১২টি টেস্ট ও ৭৭টি ওয়ানডে খেলেন সুজন। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে তার রান সাড়ে বারোশোর ওপরে। উইকেট ৮০টি।

২৬শে জুলাই ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.