আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মুখ্যমন্ত্রীর আহ্বানে রাজ্য জুড়ে ২৪ঘণ্টার কমপ্লিট লকডাউনে ব্যাপক সাড়া

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ডাকে রবিবার(৫ জুলাই) রাজ্য জুড়ে লকডাউন তথা জনতার কারফিউতে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।সাধারণ মানুষ গৃহবন্দী।



    শুনশান রাস্তাঘাট।বন্ধ দোকানপাট।পুলিশ প্রশাসন বিভিন্ন রাস্তায় টহলদারি চালান।যারাই রাস্তাঘাটে বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ চালান।


    বিনা কারণে যারা রাস্তায় বেড়িয়েছেন, তাদের আটক করে পুলিশ।বিভিন্ন জায়গায় এদিন পাড়ার ছোট ছোট দোকানগুলিও বন্ধ থাকে।কয়েকটি খোলা হলেও পুলিশের নির্দেশে তা বন্ধ করিয়ে দেওয়া হয়।


    তবে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মানুষ এই লকডাউন মেনে নিয়েছেন।রবিবার (৫ জুলাই) সকাল ৫টা থেকে শুরু হয় ২৪ ঘণ্টার লকডাউন।আইনমন্ত্রী রতন লাল নাথ এই লকডাউনে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।


    ছবিঃসুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ৫ই জুলাই ২০২০  
    3/related/default