আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের সম্পূর্ণ লক ডাউন হতে পারেঃ মুখ্যমন্ত্রী

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    রাজ্যে আরও কিছুদিনের জন্য সম্পূর্ণ লক ডাউন ঘোষণা হতে পারে।আগামী একমাস রাজ্যবাসীকে খুবই সতর্ক থাকতে হবে।সীমান্ত এলাকাগুলিতে জনতার কারফিউ ঘোষণা করা হবে।সিপাহীজলা ও খোয়াই জেলায় দ্রুত বাড়ছে করোনা পজিটিভ।স্পষ্ট ভাবেই এই কথাগুলি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
    শনিবার (১১ জুলাই) উমাকান্ত একাডেমিতে মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে বিজেপি'র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ও প্রদেশ বিজেপি'র সভাপতি ডাঃ মানিক সাহা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী করোনা প্রসঙ্গেই বেশি সময় ব্যয় করেন।রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সম্পূর্ণ লক ডাউন ঘোষণার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

     

    পাশাপাশি সীমান্ত এলাকাগুলিতে জনতার কারফিউ কঠোরভাবে প্রয়োগ করা হবে বলে জানিয়ে দেন।ট্র্যাভেল হিস্ট্রি নেই এমন বহু মানুষের মধ্যে করোনা ছড়িয়ে পড়েছে।কমিউনিটি সংক্রমণ এখনও না ঘটলেও অবিলম্বে কঠোর পদক্ষেপ না নিলে তা ঘটতে যে বেশি সময় লাগবে না সেটা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।তাই রাজ্য সরকার সতর্কতা স্বরূপ পুনরায় লক ডাউন ও জনতার কারফিউর সিদ্ধান্ত নিচ্ছে।মুখ্যমন্ত্রী এদিন মানুষকে খুবই সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন।ভিড় এড়িয়ে চলার জন্য বলেন।রোজ বাজারে না যাওয়ার পরামর্শ দেন।এদিকে রাম মাধব তার বক্তব্যে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।বলেন,প্রধানমন্ত্রীর চিন্তাধারা বুঝে কাজ করছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।তাই দ্রুত উন্নয়ন ঘটছে।
    অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাই আনারস সেবন ও লেবুর সরবত পান করেন।প্রসঙ্গত,করোনা মোকাবিলায় রোগ প্রতিরোধ ক্ষ্মতা বাড়ানোর জন্য এই প্রকল্প হাতে নেওয়া হয়।জুলাই মাসে প্রতি শনিবার বেলা ১২টা থেকে ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় আনারস ও লেবুর সরবত খাওয়ানো হচ্ছে।


    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ১১ই জুলাই ২০২০
    3/related/default