আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আইপিএফটি 'র সঙ্গে বৈঠক করলেন রাম মাধব

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    দু'দিনের রাজ্য সফরের দ্বিতীয় দিনে আইপিএফটি এর সঙ্গে বৈঠক করলেন বিজেপি'র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।বৈঠকে আইপিএফটির তরফে ছিলেন মন্ত্রী এন সি দেববর্মা ও মেবার কুমার জমাতিয়া,দলের মুখপাত্র মঙ্গল দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।বিজেপি'র তরফে রাম মাধবের সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা।
    বৈঠকের পর রাম মাধব্ বলেন, ্দুই দলের নেতৃত্বদেরকেই কর্মীদের সংযত রাখার জন্য বলা হয়েছে।মিলেমিশে কাজকর্ম করার পরামর্শ দেন তিনি।এডিসি নির্বাচন প্রসঙ্গে বলেন,নির্বাচন ঘোষণার পর আসন বণ্টন সহ অন্যান্য ইস্যুতে আলোচনা হবে।তবে এখন করোনা পরিস্থিতিতে উন্নয়নমূলক কাজে দুই দল্কেই হাতে হাত্মিলিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ১১ই জুলাই ২০২০
    3/related/default