আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আজ সকাল ৭টা থেকে সীমান্ত এলাকায় সম্পূর্ণ লকডাউন

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    রাজ্যে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে তাতে উদ্বিগ্ন বিভিন্ন মহল।এই অবস্থায় সীমান্ত এলাকায় সম্পূর্ণ লক ডাউনের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।শুক্রবার (১৬ জুলাই) সকাল ৭টা থেকে বাংলাদেশ সীমান্ত এলাকায় সম্পূর্ণ লক ডাউনের ঘোষণা দিয়েছে ত্রিপুরা সরকার।সীমান্তের গ্রামীণ এলাকাগুলিতে এক কিলোমিটার এবং শহর এলাকাগুলিতে আধা কিলোমিটার বিস্তৃত এলাকায় লক ডাউন কার্যকর থাকবে।
    সীমান্ত এলাকাগুলিতে করোনার প্রকোপ বেশি থাকার কারণেই রাজ্য সরকার আগামী সাতদিন সম্পূর্ণ লক ডাউনের ঘোষণা দেয়।এই সময়ের মধ্যে গ্রসারি ও ওষুধ ছাড়া আর কোন দোকান খোলা যাবে না।সমস্ত রকম ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ও শিল্প কারখানা বন্ধ থাকবে।বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না।সমস্ত রকম গণ পরিবহন ব্যবস্থা ঐ সমস্ত এলাকায় বন্ধ থাকবে।বন্ধ থাকবে অফিস,হোটেল,পার্ক।বিয়ের অনুষ্ঠানে ৫০ জন এবং শবদেহ সৎকারের ক্ষেত্রে ২০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না।

    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট 
    ১৬ই জুলাই ২০২০ 
    3/related/default