আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অচেনা ভারতবর্ষ...চন্দ্রা মজুমদার,আগরতলা

    আরশি কথা
    অচেনা ভারতবর্ষ... 

    হে স্বাধীনতা
    তোমাকে ছোঁবে বলে শত শত  মা সেদিন 
    আঁচল উজাড় করে দিয়েছিল
    আর শূন্য আঁচলে বারবার মুছছিল মমতা
    বাবা হৃদয়টা উপরে নিঃস্ব হাতে মাথা উঁচু করে 
    যজ্ঞের ঘোড়া পাঠিয়েছিল অস্তাচলে
    ঘোড়ার খুরে খুরে রক্ত,বিস্তৃত 
    চড়াই উৎরাই তবু
    অস্তাচলের সূর্য 
    সেদিন ছিনিয়ে নুতন সূর্যের প্রভাত এনে দিয়েছিল ওরা।
    যা আজও আমাদের অহংকারী করে 
    আর গর্বে শহীদদের স্মরণ করি বারবার।
    বুকের সবটুকু রক্ত নিংড়ে 
    যারা মার আঁচলে ঘুমিয়ে পড়েছিল চিরদিনের মত 
    সে রক্তের রঙ ছিল লাল,
    তবে ভারত মায়ের সারা শরীরে আজ এত কালসিটে দাগ কিসের?
    বৃটিশ শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে 
    যে বীজ মন্ত্র পুঁতে গেছিল আজ সে মহীরুহ।
    আর তারই গন্ধ আজ চারিদিকে আগুন ছড়িয়ে দিচ্ছে,
    হারিয়ে যাওয়া ছেলেবেলার শূন্য পাত্রে
    আস্তাকুড়ে ফেলে যাওয়া শিশুর নিষ্পাপ চোখে
    বৃদ্ধাশ্রমের ঘরে ঘরে প্রতীক্ষিত চোখে চোখে
    ধর্ষিত মেয়েটির নগ্ন দেহের রোম কোপে কোপে
    পাগলি মায়ের শূন্য স্তনে
    একিসের আর্তনাদ?
    আজ ও মহামারির গায়ে  রাজনীতির চাদর জড়িয়ে 
    কেউ লুটছে,কেউ ফুঁসছে, 
    কেউ আবার নিজের অস্তিত্ব  রাখার আপ্রাণ চেষ্টায় 
    জ্বর ক্রমশ বাড়ছেদিকে দিকে আর্ত চিৎকার ভয়ঙ্কর  রাত্রির
    প্রলাপকে আরো জোরে আঁকড়ে ধরতে চাইছে,
    চারিদিকে দাবানলের ইঙ্গিত 
    এ কোন ভারতবর্ষ?
    হে যুব সমাজ প্রশস্ত বাণীর কোলে আর ঘুমিয়ে থেক না
    তাকিয়ে দেখ তোমার ছিনিয়ে আনা 
    নুতন প্রভাতের গায়ে ধূলো জমে গেছে,
    তোমার আহবানে মাভৈঃমাভৈঃ রবে 
    আবার জেগে উঠুক আমাদের ভারতবর্ষ।
    বন্দেমাতরম।


    চন্দ্রা মজুমদার,আগরতলা

    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
    ১৫ই আগস্ট ২০২০
    3/related/default