আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কবি সুকান্তের জন্মজয়ন্তী পালিত

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
    কবি সুকান্তের ৯৪তম রাজ্যভিত্তিক জন্মজয়ন্তী অনুষ্ঠান করলো রাজ্য সরকার।শিক্ষা দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠান হয় মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে।শুক্রবারের (১৪ আগস্ট) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
    সামাজিক দূরত্ব বজায় রেখেই এই অনুষ্ঠান হয়।হাতে গোনা কয়েকজন প্রতিনিধিই উপস্থিত ছিলেন।কবি সুকান্তের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
    মন্ত্রী শ্রী নাথ তার বক্তব্যে কবি সুকান্তের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।বলেন,তিনি তাঁর লেখনীর মধ্য দিয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন।তিনি ছিলেন বিরল প্রতিভার অধিকারী।করোনা মহামারী না থাকলে রাজ্য সরকার আরও বড় পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করতো বলে জানান শিক্ষামন্ত্রী।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ১৪ই আগস্ট ২০২০ 
    3/related/default