আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অনলাইনে কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু ঃ ত্রিপুরা

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
    এবার আর সাধারণ ডিগ্রী কলেজগুলিতে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের এই কলেজ থেকে ওই কলেজে ছুটোছুটি করতে হবে না।ঘরে বসে অনলাইনে ফর্ম ফিলআপ করেই কলেজে ভর্তির সুযোগ করে দিয়েছে শিক্ষা দপ্তর।শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর হাত ধরে মঙ্গলবার (৪ আগস্ট) অনলাইন অ্যাডমিশন পোর্টালের উদ্বোধন হয়।রাজ্য সরকার এমনিতেই চাইছে সবকিছুতে ডিজিটালাইজেশন।তার উপর এখন চলছে করোনা পরিস্থিতি।তাই রাজ্য সরকার অনলাইনে কলেজে ভর্তির সুযোগ নিয়ে আসে বলে জানান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
    এদিন শিক্ষাভবনে এই অনুষ্ঠান হয়।ফর্ম ফিলআপ করা অত্যন্ত সহজ।নাম আর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।তাহলেই ঐ শিক্ষার্থী সম্পর্কে প্রয়োজনীয় তথ্য বের করা যাবে।একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য তার পছন্দ স্বরূপ ছয়টি কলেজের নাম দিতে পারবে।মন্ত্রী আরও জানান,ভর্তির ফি বাবদ রাজ্য সরকার কোন টাকা নিচ্ছে না।তবে এই অনলাইন প্রক্রিয়ার জন্য মাথাপিছু ২৬ টাকা করে এবং ইউনিভার্সিটির ফি জমা দিতে হবে।কারণ ইউনিভার্সিটির ফি তে রাজ্য সরকারের হাত নেই।শিক্ষামন্ত্রী এদিন কল সেন্টারেরও উদ্বোধন করেন।একটি সাধারণ মোবাইল দিয়ে যে কেউ ফোন করতে পারবে।শিক্ষার্থীরা তাদের পড়াশোনার বিষয় সহ যেকোনো বিষয়ে জানতে পারবে।সঙ্গে সঙ্গে উত্তর দেবেন বিশেষজ্ঞরা।তাতে শিক্ষার্থীরা বিশেষ ভাবে উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী শ্রী নাথ।এদিনের অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।সামাজিক দূরত্ব মেনেই এই অনুষ্ঠান হয়।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ৪ঠা আগস্ট ২০২০
    3/related/default