আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এনএসইউআই এর ডেপুটেশন

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ
    করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন,উপযুক্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ,শিক্ষানবীশদের করোনা রোগীদের পরিষেবায় নিয়োজিত না করা সহ বিভিন্ন দাবিতে সোচ্চার হয়েছে এনএসইউআই। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে এমর্মে ডেপুটেশন দেওয়া হয়।
    প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাকেশ দাস।তিনি করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন।দাবি তোলেন,উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা বজায় রাখার।
    শ্রী দাস কেন্দ্রীয় সরকারের গৃহীত নয়া শিক্ষানীতির সমালোচনাও করেন।নয়া শিক্ষানীতির খসরা সংশোধনের প্রস্তাব অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকার এক তরফা ভাবে করোনার সুযোগকে কাজে লাগিয়ে এই আইন কার্যকর করেছে বলেও অভিযোগ করেন।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    আরশিকথা

    ১১ই আগস্ট ২০২০
    3/related/default