Type Here to Get Search Results !

সীমান্ত হত্যার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালান দায়ী: ভারতীয় হাই কমিশনার,বাংলাদেশ

আবু আলী, ঢাকা,আরশিকথা ॥ সীমান্ত হত্যাকাণ্ডের জন্য এবার সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালানকে দায়ী। সীমান্তে প্রতিনিয়তই সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালানের ঘটনা ঘটছে। এসব বন্ধ না করা গেলে হত্যা বন্ধ হবে না। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার নওগাঁর আত্রাইয়ের গান্ধী আশ্রম ও রবীন্দ্রনাথের কাচারিবাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী এ কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ-ভারত সম্প্রীতির সম্পর্ক অটুট থাকবে উল্লেখ করে রিভা গাঙ্গুলী আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধী দু’জনেই ছিলেন অসাম্প্রদায়িক চেতনার। সেই চেতনা ধারণ করে সম্প্রীতির বন্ধনে এগিয়ে যাবে বাংলাদেশ-ভারত। দু’দেশের সম্পর্ক উন্নয়নে এই দুই মহামানবের অসামান্য অবদানের কথাও স্বীকার করেন তিনি। এদিকে সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালানোর জন্য বিভিন্ন সময় আহ্বান জানিয়ে আসছে আইন সালিশ কেন্দ্র (আসক)। এছাড়া সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় কর্তৃপক্ষের সদিচ্ছা জরুরি বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।

আরশিকথা
৮ই সেপ্টেম্বর ২০২০

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.