চাকরিচ্যুত এডহক শিক্ষকদের শিক্ষক পদ সহ Group- C এবং Group-D নন টেকনিক্যাল পদে নিয়োগের ক্ষেত্রে আগামী ২০২৩ সালের ৩১শে মার্চ পর্যন্ত বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি আরও জানান, রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে ১,২৮০টি এলডিসি এবং ৯,২৬৮টি মাল্টিপারপাস ওয়ার্কার পদে নিয়োগের জন্য চিহ্নিত করেছে। তাছাড়াও সুপারভাইজার, পঞ্চায়েত সেক্রেটারি, এগ্রিকালচার অ্যাসিস্টেন্ট এবং ফিসারি অ্যাসিস্টেন্ট পদ্গুলি চিহ্নিত করা হয়েছে। এই পদ্গুলিতে নিয়োগে চাকরিচ্যুত এডহক শিক্ষকদের বয়সের ছাড় দেওয়া হবে।পর্যায়ক্রমে বিজ্ঞাপন দিয়ে ফিক্সড পে-তে এই পদ্গুলিতে নিয়োগ করা হবে।এরজন্য সাধারণ নিয়োগ নিয়মনীতি তৈরি করতে জি এ (পি এন্ড টি) দপ্তরকে বলা হয়েছে।গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই পদ্গুলিতে পর্যায়ক্রমে নিয়োগ করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর ঐকান্তিক প্রচেষ্টায় চাকরিচ্যুত এডহক শিক্ষকদের জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে শিক্ষামন্ত্রী জানান।
সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে বলেন,গত ১২ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত করোনা সংক্রমিত রোগীর সুস্থতার হার ক্রমশ বাড়ছে।গত দশ দিনে রাজ্যে সুস্থতার হার প্রায় ১২ শতাংশ বেড়েছে। এছাড়াও গত কয়েকদিনে মৃত্যুর হারও কমেছে। তিনি আরও জানান, রাজ্যে বর্তমানে প্রতি লক্ষে ৯০ হাজার ৯১২ জনের টেস্ট করা হচ্ছে। টেস্ট পার মিলিয়নে রাজ্য বর্তমানে দেশের মধ্যে নবম স্থানে রয়েছে।তিনি আরও জানান, রাজ্যে বর্তমানে ২১০টি কন্টেনমেন্ট জোন রয়েছে। হোম আইসোলেশনে রয়েছেন ৫,৪৩৩ জন।আরশিকথা
২২শে সেপ্টেম্বর ২০২০