আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রকৃতির অপরূপ সৌন্ধর্য লালপদ্ম ফুল! ঃ বাংলাদেশ

    আরশি কথা

    এস আর  হান্নানবাংলাদেশ,আরশিকথা ।।

    প্রকৃতির অপরূপ সৌন্ধর্য লালপদ্ম ফুল এই লালপদ্ম ফুল শরতের প্রকৃতিকে সাঁজিয়েছে নবরূপেরক্ত আভায় রঙিন হয়ে উঠেছে দীগন্ত বিস্তৃত বিল  যেনো একখন্ড রঙিন বাংলাদেশদৃস্টিনন্দন এই দৃশ্য যে কোনো প্রকৃতি প্রেমি মানুষকে আকৃষ্ট করবেনজরকাড়া এই ফুল ফুটেছে বাংলাদেশের মাগুরা জেলাধীন মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের নালিয়ার বিলেবিশালাকৃতির এই বিলজুড়ে লালপদ্ম ফুলের অপরূপ সমাহার সত্যিই উপভোগ্য

    শরৎ ঋতুতে সৌন্দর্য আর শুভ্রতার প্রতীক নিয়ে হাজির হয় লালপদ্ম ফুলএই ঋতুতেই নিজের রঙরূপ  বৈচিত্র অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য ফোটে লালপদ্ম ফুলজলাভূমিকে দেয় আকর্ষনীয় এক নতুন মাত্রাপানির উপর বিছানো সবুজ পাতা ভেদ করে হেসে ওঠে লালপদ্ম ফুল

    বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখোগেছেউপজেলার নালিয়ার বিলের মনোমুগ্ধকর সৌন্ধর্যযেনো লালপদ্ম ফুলের মেলা বসেছেযে দৃশ্য যে কোনো মানুষকে আকর্ষিত করবে এবং অন্যরকম ভালোলাগা আর অনুভূতি যোগাবেসোহেল নামের স্থানীয় এক শিশুর দেখা মিললো বিলের ভেতরে সে লালপদ্ম ফুল তুলছিলোপ্রতিদিনই লালপদ্ম ফুল তুলতে সে বিলে আসে বলে জানায়দূর থেকে যেনো হাত বাড়িয়ে পথচারিদেরকে ডাকে লালপদ্ম ফুলেরা


    আরশিকথা

    ২৬শে সেপ্টেম্বর ২০২০

     

    3/related/default