আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কথ্যা রাইখনি......কিংবদন্তি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে শ্যামল কান্তি দে'র কবিতা

    আরশি কথা


     কথ্যা রাইখনি......


    হেই বাবু ,

    আক্ষেপ কইরে বইলেছিলেক ,

    "" কেউ কথা রাখেনি "" ৷

    তু হাসে ছিলেক , শুধু হাসে ছিলেক 

    দিন গড়াইলক সব কারণই অকারণ ৷

    বিহানে সুরজ যখ্যন দিক দিগন্তে

    প্রাণের পরশ ছড়াই দিছেক ,

    তহর প্রয়াণ কথ্যা ইথার তরঙ্গে

    ছড়াই গেইলক সারা দুনিয়ায় ৷

    তু অক্লান্ত ,উদার ,উন্মুক্ত ,

    হে ই বাবু তুমিও ত কথ্যা রাইখনি ৷

    শিশির কুমার ভাদুরিকে লিয়ে 

    উপন্যাস " নিসংঙ্গ সম্রাট " ,

    লালন ফকিরকে লিয়ে

    " মনের মানুষ " হামদের দিলেক ৷

    লিকিন বাবু , তহর অনন্য সৃষ্টি

    কল্পনার  বিবেকানন্দ সিটা 

    হামরা লাই পাইলম ৷

    অভিযোগ লাই বাবু হামদের

    শুধু মন খারাপ কইরে তহর 

    ছবির লগনে দাড়াইয়ে ৷

    মেনেই লিতে হইছেক ই সইত্যকে

    তুমিও কথ্যা রাইখনি প্রিয়তম

    তুমিও কথ্যা রাইখনি  ৷

    আইজ তহর জন্মদিনে মইনের

    কাল্লা মেঘ খুঁইজে চইলে 

    অসমাপ্ত কল্পনার বিবেকানন্দ ||


    -শ্যামল কান্তি দে,ত্রিপুরা

    ৭ই সেপ্টেম্বর ২০২০ 

    3/related/default