আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    'অচেনা অতিথি' ...... আগরতলা থেকে সুস্মিতা দত্ত এর কবিতা

    আরশি কথা

    'অচেনা অতিথি'


    দু'হাজার বিশ সত্যি এ যেন কোন এক অচেনা অতিথি, 

    হঠাৎ এসে উপস্থিত হয়ে পাল্টে দিয়েছে সমস্ত নিয়মনীতি। 

    কত নূতন নূতন শব্দ সম্ভার লক ডাউন, নিউ নর্মাল, 

    মাস্কের আড়ালে ঢাকা মুখ তাই যেন বর্তমান ফর্মাল। 

    ব্যস্ততম জীবনে সবাই ভুলে গিয়েছিল পরিবারের গুরুত্ব, 

    কিন্তু এখন সম্পর্কের ভীত গুলি মজবুত হয়ে কমেছে দূরত্ব। 

    কিছুদিনের জন্য যেন প্রকৃতিতে বিরাজ করছিল এক নিবিড় শান্তি, 

    প্রত্যূষে পাখীদের কূজন সত্যি যেন চিরনূতনের অনুভূতি। 

    যদিও সবকিছু হারিয়েছে তার স্বাভাবিক ছন্দ, 

    তবুও যেন কমেছে ধর্মীয় বিভেদ ও রাজনৈতিক দ্বন্দ্ব। 

    বায়ু দূষণ, শব্দ দূষণ  অনেকাংশে  হ্রাস পেয়েছিল, 

    মনুষ্য বিহীন স্হানে জীবজন্তুরা অবাধে বিচরণ করছিল। 

    ধনী, দরিদ্র নির্বিশেষে সর্বত্র যেন সমতার গান, 

    দিকে দিকে ধ্বনিত হচ্ছে কোভিড মুক্ত দেশ গড়ার আহ্বান।


    - সুস্মিতা দত্ত,আগরতলা

     ১১ই অক্টোবর ২০২০

    3/related/default