Type Here to Get Search Results !

শ্যাম সুন্দর এর 'শারদ সুন্দরী' উৎসব

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


গত ৯ অক্টোবর থেকে থেকে শুরু হয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ' স্বর্ণসম্ভার ২০২০ ' এর।যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।প্রতিদিন ১০ গ্রাম স্বর্ণ কিনলে থাকছে নিশ্চিত স্বর্ণমুদ্রা।এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার।



রবিবার (১৮ অক্টোবর) আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা এই সংবাদ জানান।এদিন এই অনুষ্ঠানে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের অপর অধিকর্তা অর্পিতা সাহা, ২০১৭ এর শারদ সুন্দরী মনীষা সেন, ২০২০ তে অংশ নিতে চলা সাধ্বি মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এবছর কোভিডের কারণে অনলাইন পদ্ধতিতে 'শারদ সুন্দরী উৎসব' সম্পন্ন হবে।এজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে আগামী সাত নভেম্বরের মধ্যে সব তথ্য নথিভুক্ত করতে হবে বলে জানানো হয়। এদিন রূপক সাহা জানান, এই স্বর্ণসম্ভারে প্রতিটি শোরুমে রবিবারও খোলা থাকছে।

 

 আরশিকথা বিনোদন বিভাগ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৯ই অক্টোবর ২০২০