Type Here to Get Search Results !

মণ্ডপ বন্ধ সন্ধ্যায়, হবে না প্রসাদ বিতরণ! ঃ বাংলাদেশ

প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো অফিস, আরশিকথাঃ এবার পুজোমণ্ডপে সন্ধ্যার পর প্রবেশ করতে পারবে না কোনও দর্শনার্থী। বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ঢাকা মহানগর সার্বজনীন পুজো কমিটি। ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বুধবার (২১ অক্টোবর) এমনটাই জানিয়েছেন মহানগর সার্বজনীন পুজো কমিটির সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল। তিনি জানান, মায়ের ভাগের প্রসাদ ছাড়া স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী খিচুড়ি বা এ-জাতীয় প্রসাদ বিতরণ এবং বিজয়ার শোভাযাত্রা এ বছর হবে না। এর আগে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ রাত ৯টা পর্যন্ত পুজোমণ্ডপ খোলা রাখার সিদ্ধান্ত দিয়েছিল। সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয় যে সন্ধ্যা আরতির পর মণ্ডপ বন্ধ থাকবে। প্রতি মণ্ডপ থেকে সরাসরি বিসর্জন ঘাটে গিয়ে মাকে বিসর্জন দেওয়ার জন্য বলা হয়েছে। মহানগর সার্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে মনিটরিং সেল করা হয়েছে যারা সার্বক্ষণিক নজরদারি করবেন। তিনি আরও বলেন, সপ্তমী, অষ্টমী ও নবমী পুজোর দিন সকাল ১০টা ৪৫ মিনিটে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করবে কয়েকটি টেলিভিশন চ্যানেল। একই সময়ে মহানগর সার্বজনীন পুজো কমিটি, শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির নামের ফেসবুক পেজ থেকে মায়ের পুষ্পাঞ্জলি সরাসরি সম্প্রচার করা হবে। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর সার্বজনীন পুজো কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি প্রমুখ।


আরশিকথা বাংলাদেশ সংবাদ

২১শে অক্টোবর ২০২০
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.