Type Here to Get Search Results !

" আগমনী তোফা " ...... শ্যামল কান্তি দে,ত্রিপুরা


 " আগমনী তোফা "


হামদের দুটি পততায় ইকটি কুঁড়ি

ইখন ডাগর হইলক বাবুজইনেরা ৷

আগমনী মিল্লন মেইলাতে ইবার

প্রথম বার পরাণ ছাড়া মা দেইখবে ৷

ভয় লাগে  হামদের চলন লিয়ে

যদ্দি মা-র কাইছে জাইনতে চাইলক ,

ভাত দিবি মা , লতুন জামা হামক৷

তখ্যন ত কিছুই মিলবেক লাই বাবু

চুখে জল লিয়ে মুর কাইছে চাইবেক ৷

প্রতি দিন যি ভাবে দাবি  কইরে থাকে

রুজ্জি মিল্লে দিবেক ই কথ্যা অর লাই 

শুনবেক, কুঁড়ি ইখন ডাগর হইলক ৷

বাবুজনেরা তুমদের বিলাতি মহামারী

হামদের অন্নেক ভালা কইরল ইবার ৷

মুখে সইত্য কথ্যা কইতে পাইরবেক

কুঁড়িকে বইলব মহামারীর জইন্য

মাল্লিক হামদের আগমনী রুজ্জি

লাই দিবেক , সামনের বছ্যর দিবেক ৷

ই বছ্যর হামদের শুধু ইকটা তোফা

যাদু কাঠ্যির মত্য , বোনাস দিবেক ৷

মাল্লিক কইল ই তোফা বিলাতি , দামি

হাম গরিবের ভুক মিটাইবেক ৷

হক্কলকে চাইলে বিলাতি মানুষের 

মত্যই দিখতে পাইব সাঁঝ বিহানে ,

চাইলেই দিখব থালভইরে ভাত ,

হামার কুঁড়ির লতুন জমা বিলাতি ,

অর হামদের দুঃখ লাই থাইকবেক ,

মাল্লিক বইল্লক, লিজ হাতে তোফা

হামদের সক্কলকে পরাই দিবেক ৷

আইজ হামসব ধামসা মাদল লাচে 

মাল্লিকের তোফা লিতে আইলম ,

খুশি হইয়ে লিজ হাতে মাল্লিক দিলক

আগমনী তোফা বিলাতি  চশমা |

মু কুঁড়ির বাপা খুশিতে লেইচে লেইচে

কুঁড়ির দুই চুখে লাগাই দিলম চশমা ||


-শ্যামল কান্তি দে,ত্রিপুরা 

২৪শে অক্টোবর ২০২০ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.