প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকঃ ঢাকা
আরশি কথা
অক্টোবর ১৪, ২০২০
ঢাকা ব্যুরো এডিটর, আরশিকথাঃ
ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
সূত্র জানায়, ভারতীয় হাইকমিশনার বুধবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের দপ্তরে বৈঠক করেন। এসময় তারা আলোচনা করেন দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে। আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তারা।
গত ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন বিক্রম কুমার দোরাইস্বামী।