আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ধর্মঘটের সমর্থনে বামপন্থীদের মিছিলঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    বেশ কিছুদিন পর আগরতলায় বিরাট মিছিল করলো বামপন্থী সংগঠনগুলি।ধর্মঘটের সমর্থনে আয়োজিত এই মিছিলে বামপন্থী বিভিন্ন গণ সংগঠনগুলি অংশ নেয়।সিটু,ডিওয়াইএফআই,ক্ষেতমজুর ইউনিয়ন,কৃষক সভা ইত্যাদি বিভিন্ন সংগঠনগুলি তাতে অংশ নেয়।

    এদিন মিছিলে হাঁটেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরোর সদস্য মানিক সরকার।এছাড়া উল্লেখযোগ্য নেতৃত্বদের মধ্যে ছিলেন সিপিএমের পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর,গণমুক্তি পরিষদের রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা,সাংসদ ঝর্ণা দাস বৈদ্য সহ অন্যান্যরা।

    মিছিল থেকে আওয়াজ উঠে শ্রমিক,কৃষক ও জনগণের স্বার্থ বিরোধী একের পর এক আইন পাশ করার প্রতিবাদে ডাকা ধর্মঘট যেন সকল অংশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে সফল করে তোলেন।


    আরশিকথা ত্রিপুরা খবর

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ২৪শে নভেম্বর ২০২০ 

    3/related/default