আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কাঞ্চনপুর ইস্যুতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়াঃ ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

    অবশেষে ন'দিনের মাথায় কাঞ্চনপুরে ডাকা অনির্দিষ্ট কালের ধর্মঘট তুলে নিলো জয়েন্ট মুভমেন্ট কমিটি ও মিজো কনভেনশন।সরকারের তরফে আশ্বাস পাওয়ার পরই বনধ প্রত্যাহারের ঘোষণা দেয় এরা।এই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন,ত্রিপুরায় জাতি-উপজাতির মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়।শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে সেই দিকটি সবাইকে খেয়াল রাখতে হবে।সমৃদ্ধশালী ত্রিপুরা গড়তে সবাই যেন মিলেমিশে কাজ করে।যা ঘটেছে তা অনভিপ্রেত,দুঃখজনক।তিনি সকল অংশের মানুষের প্রতি আহ্বান জানান, সরকার কি বলছে তা যেন সবাই শোনেন।গুজবে যেন কান না দেন।মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তুলে বলেন,কে বলেছে রিয়াং উদ্বাস্তুদের সবাইকে কাঞ্চনপুরে পুনর্বাসন দেওয়া হবে ? সরকার যা সিদ্ধান্ত নেবে দুই পক্ষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবে।সরকার একা চলতে পারেনা।সবাইকে নিয়েই চলে সরকার।তাই কারোর স্বার্থ ক্ষুন্ন হবে এমন সিদ্ধান্ত নেওয়া হবে না।এদিকে জয়েন্ট মুভমেন্ট কমিটি ও মিজো কনভেনশনের তরফে সুশান্ত বিকাশ বরুয়া ও ডাঃ পাচুয়া বলেন,সরকারের সঙ্গে পরবর্তী বৈঠকে সমাধানসূত্র বের হয়ে আসবে বলে তারা আশাবাদী। 


    আরশিকথা ত্রিপুরা খবর

    ২৪শে নভেম্বর ২০২০

     

    3/related/default