Type Here to Get Search Results !

বনধের বিরোধিতায় শহরে দাপালো বিজেপিঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ

বৃহস্পতিবার এর ধর্মঘটের বিরোধিতায় বুধবার (২৫ নভেম্বর) শহরে একাধিক কর্মসূচী পালন করে বিজেপি। এদিন রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় এক বিরাট বাইক র‍্যালি।


র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধর্মঘটের বিরোধিতায় প্রচার চালায়।মূলত এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল।
তিনি বলেন,২৬ নভেম্বর ধর্মঘট হচ্ছে না।যানবাহন চলাচল করবে।দোকানপাট খোলা থাকবে।শ্রমিক, কর্মচারী,ব্যবসায়ীদের সহযোগিতা করবেন বিজেপি'র কার্যকর্তারা।র‍্যালিতে বাইকের পাশাপাশি শতাধিক অটো চালকরাও অংশ নেন।বিরাট র‍্যালি হলেও কোথাও তেমন যানজট হয়নি।কারণ র‍্যালির ফাঁকে ফাঁকে কিছুক্ষণের জন্য রাস্তার দুই পাশের যানবাহনগুলি ছেড়ে দেওয়া হয়।এদিকে বিধায়ক সুরজিৎ দত্ত এর বাড়ি থেকে এদিন বিকেলে আরও একটি মিছিল বের হয়।মিছিলটি রামনগর কেন্দ্র সহ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।বনধের বিরোধিতায় আওয়াজ তোলেন বিধায়ক শ্রী দত্ত ও দলীয় কর্মীরা।সকল অংশের মানুষকে কাজে যোগদানের মধ্য দিয়ে বনধ ব্যর্থ করার আহ্বান জানান বিধায়ক শ্রী দত্ত।ধর্মঘটের বিরোধিতায় বৃহস্পতিবার বিজেপি'র কার্যকর্তারা রাস্তায় নামবেন বলে জানানো হয়।


আরশিকথা ত্রিপুরা খবর

ছবিঃ সুমিত কুমার সিংহ

২৬শে নভেম্বর ২০২০ 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.