Type Here to Get Search Results !

ফরহাদ ও সৈয়দ ইফতেখার-এর 'পাণ্ডুলিপি' শুক্রবার: বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেছে উল্লাস। ক্লাসরুমে বইয়ের সঙ্গে মিতালীর পর এখন সিনেমা বানানো তার নেশা হয়ে উঠেছে। যেকোনো মূল্যে একটা ছবি তার বানানো চাই-ই চাই। গল্পও প্রস্তুত। নাম পাণ্ডুলিপি। উল্লাসের সঙ্গে পড়েছে তন্নী ও ইফতি। ইফতি সাংবাদিক, আর তন্নী বলা চলে, উল্লাসের সমগ্র ভাবনা। তাকে ঘিরেই পাণ্ডুলিপির গল্পটা সাজিয়েছে সে। কিন্তু প্রযোজক খুঁজতে আর তার শর্ত মানতে গিয়ে নাকাল হয় উল্লাস। হারায় স্বপ্ন, লক্ষ্য ও প্রেম। তার এই পথচলা বা জার্নিটাই উঠে এসেছে পর্দায়। এমনই গল্প ও চিত্রনাট্যে টেলিফিল্ম নির্মাণ করেছেন, ফরহাদ আলম। সহ-নির্মাণে ছিলেন সৈয়দ ইফতেখার। দীর্ঘদিন ধরে নাটক লেখা ও পরিচালনার কাজ করছেন ফরহাদ। পেয়েছেন পুরস্কারও। শিল্পের প্রতি নিবেদিত এই সৈনিক বলেন, ‘আমি সবসময় ভালো কাজ করতে চাই। কাজে যেন নতুনত্ব থাকে। নাটকে সাধারণ ধরনের কাজ করতে আগ্রহী নই। আর আমার আগামীর লক্ষ্য ভালো সিনেমা বানানো। সিনেমার থিওরি আর কাঠামো অনুযায়ী কিছু একটা করতে স্বপ্ন দেখি’। সৈয়দ ইফতেখার একজন সাংবাদিক। নিয়মিত করেন লেখালেখিও। টুকটাক নির্মাণে আগ্রহ রয়েছে তার। সৃজনশীল কাজ করবার আগ্রহ থেকেই লেগে আছেন। সাংবাদিকতা আর ফিল্ম নিয়ে একাডেমিক পড়াশোনা করায় ভালো কিছু তৈরির অনুভবটা টের পান তিনি। পাণ্ডুলিপি টেলিফিল্মে অভিনয় করেছেন, জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম পাভেল, এ্যালেন শুভ্র, মিষ্টি জাহান, শামীমা নাজনীন, সেলজুক তারিক, তাসফি, সৈয়দ ইফতেখার, পারভেজ সুমন পলাশ, ওয়াসিম প্রমুখ। শুক্রবার (২২ জানুয়ারি) চ্যানে আইতে বিকেল ৩টা ৫ মিনিটে সম্প্রচার হবে এই টেলিফিল্মটি।


আরশিকথা হাইলাইটস

২০শে জানুয়ারি ২০২১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.