Type Here to Get Search Results !

বিজেপিতে শুদ্ধিকরণ, বহিস্কৃত ১১নেতা-নেত্রীঃ ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

এডিসি নির্বাচনের আগে প্রদেশ বিজেপিতে শুদ্ধিকরণ। দলবিরোধী কাজের জন্য বহিস্কৃত করা হয়েছে মোট ১১জন কার্যকর্তাকে। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি'র কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বহিষ্কৃতদের নাম ঘোষণা করা হয়। এরা হলেন অম্পিনগর জনজাতি মোর্চার সদস্য মঙ্গল সিং কলই, রাইমাভ্যালির মন্ডল সভাপতি ভূমিকা নন্দ রিয়াং, ধলাই জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ চাকমা, পেচারথল মন্ডলের সাধারণ সম্পাদক ডি. কে কুমার রিয়াং, ছামনু মন্ডলের সদস্য রতনজয় ত্রিপুরা, এস.সি মোর্চার সদস্য দুলাল দাস, ধলাই জেলা এস.সি মোর্চার সভাপতি সুকোমল বিশ্বাস, করমছড়া মন্ডলের সদস্য তপন রায়, করমছড়া মন্ডল সভাপতি জোসেফ লাল  ফামকিমা, কৃষ্ণপুর মন্ডলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সুকুমতি দেববর্মা ও আমবাসা মন্ডলের শক্তিকেন্দ্রের ইনচার্জ ব্রজেন্দ্র দেববর্মা। অর্থাৎ এই তালিকাতে দু'জন রয়েছেন মন্ডল সভাপতি। রাইমা ভ্যালি ও করমছড়া মন্ডলের সভাপতিদের বহিস্কৃত করা হয়েছে। যা এক উল্লেখযোগ্য ঘটনা। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও রাজ্য কমিটির সাধারণ সম্পাদক টিংকু রায়। শ্রী চক্রবর্তী জানান, কেউ দল বিরোধী কাজ, দলের বিরুদ্ধে অপপ্রচার, কেউ নির্দল প্রার্থী হিসাবে দাঁড়ায়, কেউ আবার প্রার্থীর প্রস্তাবক হয়। এ সমস্ত নানা কারণে তাদের বহিস্কৃত করা হয়েছে।


আরশিকথা ত্রিপুরা সংবাদ


ছবিঃ সুমিত কুমার সিংহ

১৮ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.