চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকরা গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যেতে পারবে। এমনটাই রায় দিল ত্রিপুরা হাইকোর্ট। শুক্রবারে এই কথা জানালো ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটি। উল্লেখ্য,গত ২৭জানুয়ারি আগরতলা সিটি সেন্টারের সামনে চাকুরিচ্যুত শিক্ষকদের চালিয়ে যাওয়া আন্দোলন বন্ধ করে দেয় পুলিশ। পরবর্তীতে চাকরীচ্যুতরা আন্দোলনের অনুমতি চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের আর আন্দোলন করার কোন অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা হাইকোর্টে মামলা দায়ের করে। এই মামলার রায় গেল চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষে।হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন চালিয়ে যেতে পারবে। এই রায়ের জন্য হাইকোর্টের বিচারপতিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় ১০৩২৩ জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে। তাদের বক্তব্য, খুব শীঘ্রই তারা চাকুরীর দাবিতে ফের আন্দোলনে নামছেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৬শে মার্চ ২০২১