শ্লীলতাহানির মামলায় অভিযুক্তকে অভিযোগকারী মহিলা রাখি পরালেই জামিন মিলবে। এমনই শর্ত রেখেছিল মধ্যপ্রদেশের হাইকোর্ট । সেই নির্দেশকে বাতিল করল সুপ্রিম কোর্ট । বৃহস্পতিবার ন’জন মহিলা আইনজীবীর দায়ের করা পিটিশনের শুনানিতে এই রায় দিল শীর্ষ আদালত। গত বছর এক শ্লীলতাহানির মামলার শুনানিতে মধ্যপ্রদেশ হাই কোর্ট এই নির্দেশ দিয়েছিল। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ ছিল, এক প্রতিবেশী মহিলার উপরে যৌন নির্যাতন করার। ২০২০ সালের এপ্রিলে ওই ব্যক্তি জামিনের আবেদন করে ইন্দোরে। পরে ৩০ জুলাই মধ্যপ্রদেশ হাই কোর্টের ইন্দোর বেঞ্চ শর্তসাপেক্ষে জামিন দেয় ওই ব্যক্তিকে। শর্তের মধ্যে অন্যতম ছিল, রাখির দিন ওই মহিলার বাড়ি গিয়ে নির্যাতিতার হাত থেকে রাখি পরতে হবে অভিযুক্তকে। রাখি পরার ছবি জমা দিতে হবে আদালতে। কেবল তাই নয়, সেই সঙ্গে ওই মহিলার ভাই হিসেবে তাঁকে রক্ষা করার শপথও হবে নিতে হবে অভিযুক্তকে। পাশাপাশি ১১ হাজার টাকা নগদ দিতে হবে মহিলাকে। মহিলার ছেলেকে জামাকাপড় কেনার জন্য দিতে হবে ৫ হাজার টাকা। যদিও এরপর ১৬ অক্টোবর শীর্ষ আদালত জামিনের রায়ে স্থগিতাদেশ দেয়। আটকে দেয় অভিযুক্তের মুক্তি। আইনজীবীদের দায়ের করা পিটিশনে আবেদন করা হয়েছিল, শ্লীলতাহানির মামলায় এই ধরনের নির্দেশ যেন না দেওয়া হয়। তারপর বিচারপতি এএম খানুইলকারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুরু হয় সেই মামলার শুনানি। অবশেষে বৃহস্পতিবার সেই রায় বাতিল করে দিল সুপ্রিম কোর্ট।
আরশিকথা দেশ-বিদেশ
১৮ই মার্চ ২০২১