আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে আটটি জেলা স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে : ক্রীড়ামন্ত্রী,ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    রাজ্য সরকার খেলাধুলার উন্নয়নের পাশাপাশি রাজ্যে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দিয়েছে। প্রাথমিকভাবে রাজ্যের আটটি জেলায় জেলা স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার জন্য দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার রাজ্য বিধানসভায় বিধায়ক ভগবান চন্দ্র দাসের এক প্রশ্নের উত্তরে যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজ্যে খেলাধুলার মানোন্নয়নের জন্য রাজ্য সরকার আন্তরিক ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগে রাজ্য দপ্তর পরিচালিত ও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এর উদ্যোগে সীমিত কয়েকটি কোচিং সেন্টার ছিল যেখানে রাজ্যে সীমিত সংখ্যক ছেলেমেয়েদের কোচিং করার সুযোগ ছিল। ২০২০ সালের ১জানুয়ারি থেকে যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গায় ১০৬ টি কোচিং সেন্টার চালু করা হয়েছে। মন্ত্রী জানান, প্রাথমিকভাবে আটটি জেলায় স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে ঊনকোটি জেলার কৈলাশহরে, পশ্চিম জেলার সদর দপ্তর এবং দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্স-এর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ধলাই জেলার আমবাসায় এবং গোমতী জেলার উদয়পুরে জেলা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ শেষের পথে। উদয়পুরের চন্দ্রপুর মাঠে সিন্থেটিক ফুটবল টার্ফ গড়ে তোলার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এছাড়া খেলো ইন্ডিয়া প্রকল্পে মাধ্যমে রাজ্যে আরো কিছু ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ক্রীড়ামন্ত্রী জানান, এই প্রস্তাবগুলির মধ্যে ইতিমধ্যেই তিনটি প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২২শে মার্চ ২০২১
     

    3/related/default