সোমবার রাজ্য বিধানসভায় তিনটি বিল গৃহীত হয়েছে। গৃহীত তিনটি বিলের মধ্যে রয়েছে 'দি ত্রিপুরা মিউনিসিপাল (সেভেনথ অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১ (দি ত্রিপুরা বিল নং ১অফ ২০২১)এবং দি ত্রিপুরা রিকোভারি অব ডেমেজ টূ পাবলিক এন্ড প্রাইভেট প্রোপার্টি বিল, ২০২১(দি ত্রিপুরা বিল নং২ অব ২০২১) বিল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার এই দুটি বিল সভায় পেশ করেন। পরে বিল দুটি ধ্বনি ভোটে গৃহীত হয়। তাছাড়া দি ত্রিপুরা এক্সসাইজ(ফোর্থ এমেন্ডমেন্ট) বিল, ২০২১ ( দি ত্রিপুরা বিল নং ৩ অব ২০২১) বিলটিওএদিন বিধানসভায় গৃহীত হয়েছে। উপমুখ্যমন্ত্রী শ্রী যীষ্ণু দেববর্মা উত্থাপিত এই বিলটি সভায় ধ্বনি ভোটে গৃহীত হয়।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২শে মার্চ ২০২১