Type Here to Get Search Results !

স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশজুড়ে পালিত হবে ‘অমৃত মহোৎসব’ : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ


মন কি বাতের ৭৫তম পর্বে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছুঁয়ে গেলেন করোনা টিকা উৎপাদনে ভারতের সাফল্য থেকে পর্যটনের নতুন দীগন্তকে। আর স্বাধীনতার ৭৫তম বর্ষে দেশজুড়ে শুরু হওয়া ‘অমৃত মহোৎসবে’ দেশবাসীকে সামিল হওয়ারও আহ্বান জানালেন তিনি। প্রধানমন্ত্রী ৭৫তম মন কি বাতে মোদি দেশবাসীর কাছে আবেদন করেন, যে যেভাবে পারেন স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন, তাঁদের ইতিহাস তুলে ধরুন। প্রধানমন্ত্রী জানান এই ‘অমৃত মহোৎসব’ চলবে ২০২৩ সালের ১৫ আগস্ট পর্যন্ত।  ৭৫তম পর্বে মনের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় এগিয়ে আসা মানুষদের কথাও তুলে ধরেন। যাঁরা প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে কীভাবে প্রকৃতির শক্তিকেই ব্যবহার করছেন। মার্চ মাসেই জনতা কার্ফুর হাত ধরে দেশে প্রথম করোনা যুদ্ধের দামামা বাজিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই একটা বছরে ভারত এবং ভারতবাসী যেভাবে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়েছে তাকে কুর্নিশ করেছেন প্রধানমন্ত্রী। এক বছর আগে মানুষের কাছে একটাই প্রশ্ন ছিল ‘করোনা টিকা’ কবে আসবে? আর আজ দেশের বিজ্ঞানীদের হাত ধরে গোটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি টিকা ভারত তৈরি করছে। সামনেই বিভিন্ন রাজ্যের মানুষ তাঁদের নববর্ষের উৎসবে মাতবেন। তার জন্য আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, করোনা বিধি ভুলে গেলে চলবে না।  সব শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দোল, হোলি, বসন্ত এবং ইস্টার উৎসবের মাঝেও যাতে মানুষ করোনার কথা ভুলে না যান তা আরও এক বার স্মরণ করিয়ে দেন।


আরশিকথা দেশ-বিদেশ

২৮শে মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.