Type Here to Get Search Results !

জলবায়ু পরিবর্তন: মোদির প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস

নিজস্ব প্রতিনিধি, আরশিকথাঃ

বুধবার জলবায়ু নিয়ে এক ভারচুয়াল সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা চলবে শুক্রবার পর্যন্ত। এই সমাবেশে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। জলবায়ু পরিবর্তনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে মোদি ‘চমৎকার নেতৃত্ব’ দিচ্ছেন বলে জানান বরিস। বিশেষ করে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের ক্ষেত্রে মোদির উদ্যোগের প্রশস্তি করতে দেখা যায় তাঁকে। সেই সময়ই তিনি জানিয়ে দেন, এপ্রিলের শেষে ভারতে এলে এই বিষয়ে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সামনাসামনি আলোচনা হবে। মোদির প্রশংসায় বরিস বলেন, ”আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে এমন চমৎকার উদ্যোগ ও প্রতিশ্রুতিবদ্ধতার জন্য সাধুবাদ জানাই। এই বিষয়ে পাশে থাকতে পেরে ব্রিটেনও গর্বিত। আমি আনন্দিত, এটির সূচনা পর্ব থেকেই ২৮টি দেশ ও সংগঠন মিলে দারুণ কাজ করছে।” তবে ভারত সফরে কেবল জলবায়ুই নয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হবে বলে কূটনৈতিক মহলের ধারণা। আগামী জুনেই জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। সেই সময় ওই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিটেনে যাওয়ার কথা। তার আগে এপ্রিলে দুই রাষ্ট্রনায়কের মধ্যে আর কী কী বিষয়ে কথা হয় সেদিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব।


আরশিকথা দেশ-বিদেশ

১৭ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.