Type Here to Get Search Results !

ড্রাইভিং লাইসেন্স পেতে আরও কঠোর পরীক্ষা : কেন্দ্রের কড়া পদক্ষেপ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


নিরাপদ গাড়ি চালানোর বিষয়টি মাথায় রেখে সরকার প্রতিনিয়ত পদক্ষেপ নিচ্ছে।এর পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের জন্যও বিভিন্ন নিয়ম সংশোধন করা হচ্ছে।এখন ড্রাইভিং লাইসেন্স পেতে নির্ভুল ভাবে গাড়ি চালানোর যোগ্যতা প্রমাণে আরও কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, যথাযথ নির্ভুলতার সাথে গাড়িটিকে পিছনে সরিয়ে নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে বলেছেন যে, সমস্ত আঞ্চলিক পরিবহণ অফিসগুলিতে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য হিসেবে উত্তীর্ণ হওয়ার জন্য ৬৯ শতাংশ নম্বর নির্ধারণ করা হয়েছে।কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন যে, এই বিধিটি কেন্দ্রীয় মোটরযান আইন, ১৯৮৯ এর বিধানের অধীনে।ড্রাইভিং দক্ষতা যাচাই করার উদ্দেশ্য হ’ল প্রতিভাবান এবং প্রশিক্ষিত ড্রাইভার তৈরী করা।


আরশিকথা দেশ-বিদেশ

২৬শে মার্চ ২০২১