আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একটা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে প্রেস মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ: মুখ্যমন্ত্রী, ত্রিপুরা

    আরশি কথা

    মহুয়া কর, আরশিকথাঃ


    শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-এর হাত ধরে উদ্বোধন হলো খুমুলুঙ প্রেস ক্লাবের। প্রেস ক্লাবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, একটা রাজ্যকে সুন্দর গতিতে এগিয়ে নিয়ে যেতে প্রেস মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রাজ্য সরকার মানুষের স্বার্থে অজস্র প্রকল্প চালু করেছে। মুখ্যমন্ত্রীর স্বনির্ভর যোজনায় দোকানিদের বিনামূল্যে ট্রেড লাইসেন্স প্রদান করছে রাজ্য সরকার। এ বিষয়টি সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নন। এ ব্যাপারে ক্ষোভ ব্যক্ত করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই যোজনা সম্পর্কে সরকারি আধিকারিকরাই অবগত নন।

    খুমুলুঙ এর সাল্ক হাতি মাল্টি কমপ্লেক্সে খুমুলুঙ প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজাতি উন্নয়ন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া এবং সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন আগরতলা প্রেস ক্লাব সম্পাদক প্রণব সরকার। পৌরহিত্য করেন খুমুলুঙ প্রেস ক্লাবের সভাপতি অংশু দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন গঠনমূলক কাজের প্রশংসা করলেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। উল্লেখ করা যেতে পারে, এই প্রেস ক্লাব এডিসি এলাকায় প্রথম প্রেস ক্লাব এবং আগরতলা প্রেস ক্লাবের পর সরকার অনুমোদিত দ্বিতীয় প্রেস ক্লাব।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৫ই মার্চ ২০২১
     

    3/related/default