Type Here to Get Search Results !

করোনার টিকা নিলেন দলাই লামা

নিজস্ব প্রতিনিধি,আরশিকথাঃ

শনিবার(৬ মার্চ) করোনা টিকার প্রথম ডোজ নিলেন দলাই লামা। হিমাচল প্রদেশের ধর্মশালা হাসপাতালে তাকে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পরে দলাই লামা সকলের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, এই গুরুতর সমস্যার প্রতিকারে ইঞ্জেকশন খুব উপকারী হতে পারে। আমি নিয়েছি, আমি চাই আরো বেশি মানুষ সাহস করে ইঞ্জেকশন নিন। প্রসঙ্গত ছয় দশকের বেশি সময় ধরে ভারতের ধর্মশালায় আশ্রয় নিয়ে রয়েছেন চতুর্দশ দলাই লামা এবং তার ভক্তরা। দলাই লামার টিকাকরণের জন্য কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছিল ধরমশালা সেন্ট্রাল টিবেটিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের তরফে। তখনই প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, ষাটোর্ধ্ব সকলকেই টিকা দেয়া হবে এর জন্য আলাদা অনুমতি চাইবে আর দরকার নেই। উল্লেখ্য, ১৬ জানুয়ারি থেকে প্রথম পর্যায়ে দেশজুড়ে টিকাকরণ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ শুরু হয় সোমবার থেকে। তবে টিকাকরণ শুরু হলেও এখনো পুরোপুরি বাগে আনা সম্ভব হয়নি সংক্রমণ। গত কয়েকদিন ধরেই ভারতে একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।


আরশিকথা দেশ-বিদেশ

৬ই মার্চ ২০২১
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.